আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে রান ডেভলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে।

গত শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রান ডেভলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রানুয়ারা খাতুন।

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রান ডেভলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া তাসরিন, ফতেপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম, রান ডেভলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম সিদ্দিকী, ইউপি সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন মাদারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ মাসুদ পারভেজ তারা, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান বিদ্যুৎ, মোহাম্মদ বুলবুল ইসলাম প্রমুখ।

পরে রান ডেভলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল পেয়ে প্রতিবন্ধী বাচ্চারা খুশি হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল