• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে সারের দোকানে ভ্রামম্যান আদালত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

টাঙ্গাইলের মধুপুরে ৩টি সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল শনিবার মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলসহ প্রসিকিউটর গণ উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির নাজমুল হাসান জানান, মধুপুরের সার ও কীটনাশক ব্যবসায়িরা সারের অতিরিক্ত মূল্য গ্রহণ, সার ক্রয় বিক্রয়ের রেজিষ্টার সংরক্ষণ না করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও শামীমা ইয়াসমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র তালিকাভূক্ত সার ডিলার সাথী সিনেমা হল রোডের সোনালী ট্রেডার্স ও খলিল ট্রেডার্স এবং শহীদ স্মৃতি রোডের খুচরা সার বিক্রেতা তাওহীদ এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল