আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

ভূঞাপুরে যুগান্তর’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ভূঞাপুর যুগান্তর স্বজন সমাবেশ ও ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সম্পাদক কামরুল ইসলাম তালুকদার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন- প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, আ.লীগ নেতা আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল ইসলাম শাহীন, সৈয়দ সরোয়ার সাদী রাজু, কামাল হোসেন, অভিজিৎ ঘোষ, আব্দুল লতিফ তালুকদার, আল আমিন শোভন, ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি, নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, আসাদুল খান, রহিম মিঞা, শফিউর রহমান প্রমুখ।
 
আলোচনা সভা শেষে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল