• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে নদীর পাড়ে মৃত্যুর পহর গুনছিল বৃদ্ধ, উদ্ধার করল পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক বৃদ্ধকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া পশ্চিম পাড়া নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, কয়েকদিন ধরে নদীর পাড়ে অসুস্থ অবস্থায় বৃদ্ধ লোকটি মৃত্যু পহর গুনছিল। পরে এই বৃদ্ধকে বাঁচাতে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মগড়া পুলিশ ফাঁড়িকে খবর দেন।

এরপর বৃদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করেন।
 
মগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে আশপাশে থাকা লোকজনের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে।
 
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, বৃদ্ধটি জীর্ণশীর্ণ অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। কিন্তু তার কোনো ঠিকানা জানা যায়নি।
 
মগড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিম হাতিয়া এলাকার লোকজনের সহযোগিতায় হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল