• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে পুকুরে কীটনাশক ছিটিয়ে মাছ মারার আভিযোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

টাঙ্গাইলের মির্জাপুরে ৫০০ শতাংশের একটি পুকুরে কীটনাশক বিষ প্রয়োগ করে ২৫-৩০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। 

উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমানের পুকুরে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান বলেন, তিন বছর ধরে নিজস্ব ও লিজ নেওয়া ৫০০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। প্রতিবেশী লাল মিয়ার পরিবার আমার চাষ দেখে হিংসায় আমার ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে। 

বুধবার সকালে আমার মাছের পুকুর ঘেষা জমিতে বাধ না দিয়ে লাল মিয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ করে জমির ঘোলা পানি আমার পুকুরে দেয় এবং কীটনাশক বিষ ছিটিয়ে দেয়। 

এতে পুকুরের ছোট বড় সব মাছ মরে ভেসে উঠতে থাকে। আজ শনিবার সকালেও পুকুরের নিচের মাছ গুলো মরে ভেসে উঠছে। এতে প্রায় ২৫-৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
 
তিনি আরও জানান এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল