• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মনোনয়ন ফরম জমা দিলেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান খান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১  

হাজারো কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন  ফরম জমা দিলেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান খান ভিপি শহীদ। 

আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)  হাজার হাজার নেতকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও  সহকারি রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন। 

ঘাটাইল পৌরসভা নির্বাচনে আলোচনায় শীর্ষে রয়েছেন নৌকা প্রতিক প্রাপ্ত শহীদুজ্জামান খান। মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস প্রমূখ। 

এসময় মেয়র প্রার্থী শহীদুজ্জামান খান গত ৫বছরে ঘাটাইল পৌরসভার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য দ্বিতীয় বারের মতো সকলের কাছে ভোট প্রার্থনা করেন।  

তিনি আরো বলেন,শতভাগ জয়ের আসা করছি ইনশাল্লাহ। 

জনগন আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি তাদের সুখে দু:খে পাশে থাকব। ঘাটাইল পৌরসভাকে মাদক সন্ত্রাস মুক্ত করব ইনশাল্লাহ এবং ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলব । এ ছাড়াও এসময় উপজেলা আওয়ামীলীগ/পৌর আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,মৎস্যজীবীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঘোষিত তফসিল অনুযায়ী ঘাটাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর, মানোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ নভেম্বর, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল