• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

“মুজিব বর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১।
দিবসটি উপলক্ষে ৩০ অক্টোবর, বেলা ১১ টায় বাসাইল থানার পক্ষ হতে এক রেলি বের করা হয়। রেলিটি বাসাইল থানা হতে যাত্রা শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ( সার্কেল এসপি) আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসাইলের পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, তদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা খান রাজিব প্রমূখ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বাসাইল থানার একাধিক পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন বলেন” পুলিশ জনগণ একে অপরের বন্ধু। সাধারন জনগণ ও পুলিশের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশের প্রচলন করেন। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে পুলিশের সকল সেবা সমূহ কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি আশা করি আগামী দিনগুলোতে সেবা অব্যাহত থাকবে। “

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল