• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে দুর্ঘটনায় নিহতের মামলায় চালকের চার বছর কারাদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর দায়ে টাঙ্গাইলে এক গাড়ি চালককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট সাউদ হাসান মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম। তিনি জামালপুর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের পহেলা আগস্ট বিকেলে রাশেদুল তার বাস চালিয়ে জামালপুরের তারাকান্দি থেকে ঢাকা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।

পরে বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বাদী হয়ে বাসচালক রাশেদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুস সাত্তার ২০০৯ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং গুরুতর জখম ও গাড়ির ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।

বিচারক মৃত্যু ঘটানোর অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া গাড়ির ক্ষতি সাধনের অভিযোগে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে এই সাজা পর্যাক্রমে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডিত বাসচালক রাশেদুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল