• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পুরাতন ঘরটি মেরামত করতে পারবে কালিহাতির টুম্পা রানী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

স্বামী কাসা-পিতলের কাম (কাজ) কইরা দুই ছেলেকে লেখাপড়া করাইয়া ভালা কইরা সংসারই চালাইতে পারেনা, ঘর ঠিক করবো ক্যামনে। ঘরের চানডা ফুটা (ছিদ্র) হইয়া পানি পড়ে, শ্বশুরের হাতের প্রায় তিরিশ বছরের ঘর। আইজ দুই বান টিন ও তিন হাজার টেহা পাইলাম, এহন ঘরডা সারতে (মেরামত করতে) পারমু। ছেলে দুইডারে নিয়া বালাইলে ঘুমাইতে পারমু, খুশি লাগতাছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে ঢেউটিন ও টাকা পাওয়ার আনন্দ মুঠোফোনে এভাবেই বর্ণনা করেন উপজেলার মগড়া গ্রামের ৩৮ বছরের নারী টুম্পা রানী।

মঙ্গলবার সকালে বিনামূল্যে কালিহাতি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

১০৫ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ৮৭টি অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, আসলাম সিদ্দিকী ভুট্টো, কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টুসহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল