• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের ১৩ মামলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

সখীপুর উপজেলা প্রশাসন চলমান লকডাউনে গত ১ সপ্তাহ ধরে করোনা মোকাবেলায় কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে। পরিচালনা করছে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত। এর অংশ আজ বুধবার স্বাস্থ্যবিধি ও লকডাউনে সরকার আরোপিত বিধি-নিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ মামলায় ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভাসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক টিম কাজ করছেন। এদের সাথে পুলিশ, র‍্যাব, বিজিবি, সাংবাদিক  ও আনসার সদস্যরাও সহযোগিতা করছেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি চিত্রা শিকারী বলেন, নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে  সর্ব সাধারণের  জীবন রক্ষায় কাজ করছি। অথচ তাদের মধ্যে জীবনের কোনো মায়া আছে বলে মনে হচ্ছে না।  প্রত্যেকে নিজ নিজ অবস্থা থেকে  সচেতন হলেই সংক্রমনের হার কমিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল