• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লকডাউন না মানায় সখীপুরের ১৮ জনকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে কঠোর লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৌরশহর ও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে ইউএনও ও এসিল্যান্ড মোবাইল কোর্টের মাধ্যমে ১০ টি মামলায় ২৬০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেরিত বিজিবির প্যাট্রল ডিউটিতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী বিধিনিষেধ না মানায় আরও ৮ টি মামলায় ২ হাাজার টাকা জরিমানা করেন। ইউএনও চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল