• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে লকডাউন মেনে চলার কঠোর নির্দেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

টাঙ্গাইলের মধুপুরে লকডাউনের প্রথম দিনে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় মধুপুর শহরের বিভিন্ন মার্কেট, শপিংমলসহ বিভিন্ন দোকানপাট খোলা রাখার দরুণ সতর্কতা মূলকভাবে কয়েকজন জন ব্যাবসায়ীকে জরিমানা করেন এবং সকল দোকান পাট বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং এর মাধ্যমে সকলকেই মাস্ক, এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলার কঠোর নির্দেশ দেন। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারীকমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম, মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আ: হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর।

উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে জানান, আমাদের এ অভিযান ধারিবাহিকভাবে অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল