• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইল সিডিপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মে ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগ বৈশ্বিক মহামারী করোনার সংক্রামণ রোধে চলমান লকডাউনে কর্মহীন অসহায় ৫০০ শত  উপকারভোগী পরিবারের মাঝে সামজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ মে) সকাল ১১টায় উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানী গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ সব  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

 

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে  খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার । 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিডিসির সভাপতি মো.শাহজাহান সরকার, কমিউনিটি এ্যাকশন টিমের সদস্য মো.নজরুল ইসলাম, সিনিয়র প্রোগ্ররাম অফিসার  মো.সিরাজুর ইসলাম মেডিক্যাল অফিসার শুভ বসাক,হেলথ অফিসার মো.জাহাঙ্গীর হোসেন,সিডিপি এডমিন এ্যাসি: ম্যানেজার শান্ত চিরান, এলাকার গণ্যমাণ্যব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠান পরিচালনা করেন,সিডিপির আইজি অফিসার কেএম আরিফুল ইসলাম। খাদ্য সামগ্রীর  মধ্যে ছিল,চাল,ডাল,লবণ,সয়াবিন তৈল,গুড়া সাবান,লাক্স সাবান ও মাক্স। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল