• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলপথমন্ত্রী সিলেট নগরীর পরিচ্ছন্ন কাজে উদ্বুদ্ধ করতে রাজপথে তামিম ইকবাল গ্রাজুয়েটদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী যুগোপযোগী-কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের পূর্বশর্ত আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি

পৌরসভা-ইউপিসহ প্রায় শত পদে ভোট আজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় ১০০ পদে আজ (রবিবার) সাধারণ ও শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, দুটি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, সাতটি পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর, দুটি জেলা পরিষদের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং ৬৫টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যে দুটি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন : নীলফামারী জেলার জলঢাকা ও রাজশাহীর কাটাখালী। যে সাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো ঠাকুরগাঁওয়ের ঠাকারগাঁও পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, খুলনার চালনার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, গাইবান্ধার গাইবান্ধা পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, নওগাঁর নওগাঁ পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, নোয়াখালীর কবিরহাটের ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, টাঙ্গাইলের কালিহাতীর ৮ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও কক্সবাজারের মহেশখালী পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর। যে ১৯ ইউপিতে সাধারণ নির্বাচন হবে সেগুলো হচ্ছে—লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ; দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল; রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া; পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া; বরগুনার আমতলীর আমতলী; সাতক্ষীরা সদরের আলিপুর; ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি; কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী। গত ২০২২ সালে সাত ধাপে সাড়ে চার হাজার ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। মেয়াদোত্তীর্ণ হওয়া সাপেক্ষে সময়ে সময়ে বাকি ইউপির ভোট হচ্ছে

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল