• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীর বৈরান নদীর মাটি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ধনবাড়ীর বৈরান নদী রক্ষা বাঁধের দু’পাশের মাটি অবৈধভাবে চুরি করে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের বেড়িপটল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।


দন্ডপ্রাপ্তরা হলেন, ধনবাড়ী পৌর শহরের ছত্রপুর এলাকার ফলজ হোসেনের ছেলে মো. আসাদ হোসেন (২২) ও একই এলাকার মৃত আ. করিমের ছেলে রঞ্জু মিয়া (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বৈরান নদীর রক্ষা বাঁধের দু’পাশের মাটি বিক্রি করে আসছিল। এমন অভিযোগে সরেজমিনে গিয়ে রক্ষা বাঁধের মাটি কাটার সময় সেখানে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা মোবাইল কোর্টের আইন ৭ (২) ধারা মোতাবেক তাদের দু’জনকে ১ লাখ টাকা ও অনাদায় ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল