আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে ৬৯২০০০ টাকার চেক ও ঢেউটিন বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে “বন্যা ২০১৯ পুনর্বাসন প্রকল্পের” আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৬৯ লক্ষ ২০ হাজার টাকার চেক ও টেউটিন বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে আইএফআরসি এর সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গয়রাগাছা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডিজাস্টার রেসপন্স বিভাগের উপ-পরিচালক নুরুল আমিন, আইএফআরসি এর প্রতিনিধি এ কে এম জহিরুল আলম, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সদস্য মো: সালাউদ্দিন হায়দার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের লেভেল অফিসার এ টি এম জিয়াউল হাসান।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৭৩ পরিবারের মাঝে প্রত্যেককে চেকের মাধ্যমে ৪০ হাজার টাকা ও ঘর তৈরির জন্য টেউটিন বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল