• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

টাঙ্গাইলে পুলিশ পরিচয় দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে মো. মুবিন খান( ৩৩) নামক এক যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর উপজেলার দেওলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সদর পুলিশ ফাঁদির সদস্যরা ওই যুবককে আটক করে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনর্চাজ মো. মোশারফ হোসেন আজকের টাঙ্গাইলকে ডটকমকে জানান, আজ বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পুলিশ পরিচয়ে মুভিন নামের ওই যুবক ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলছিল। এসময় স্থানীয় জনতাদের সন্দেহ হয়। তারা ওই যুবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মুভিন নতুন বাস টার্মিনাল এলাকায় পালিয়ে আসে। সেখান থেকে তাকে হাতে নাতে আটক করে পুলিশ।

কখনও পাসপোর্ট অফিস, বিআরটিএ, আবার কখনও ভূমি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল মুবিন। শুধু তাই নয়, যাত্রী বেশে অটোরিকশায় উঠে সুযোগ বুঝে অটোরিকশাও চুরি করেছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছে মুবিন।

পরে তাকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামানের কাছে হাজির করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে মুবিনকে দেড় মাসের কারাদণ্ড প্রদান করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল