• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়াজের দাম বেশি নেয়ায় ও মূল্য তালিকা না থাকায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পেয়াজের দাম বেশি নেয়ায় শনিবার (২১ মার্চ) উপজেলার এলেঙ্গা কাঁচা বাজারে পাইকারি ব্যবসায়ী মফিজুলকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ ও আনিছুর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে এলেঙ্গা বাজারের ৬ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল