• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে দ্রব্যমূল্য বেশি করায় ১১ ব্যবসায়ীর জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরে ১১ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ( ২০ মার্চ) দুপুরে নাগরপুর সদর এবং তেবাড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর।


 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর সাংবাদিকদের বলেন,অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১১ জন ব্যবসায়িকে ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট বাজার কমিটির আহবায়ককে সকল দোকানদারদের মূল্যতালিকা প্রদর্শন এবং অধিক মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ উপায়ে পণ্য মজুদ না করা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে নিয়মিতভাবে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল