• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বন্যপ্রাণী অবমুক্তকরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর বনের জাতীয় উদ্যানে বন্য প্রাণি অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বন বিভাগ। আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে জাতীয় উদ্যানের লহুরিয়া বিটে তিনটি বন বিড়াল অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচি উদযাপিত হয়েছে।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হক, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আরিফা জহুরা, সহকারি বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকদার, জাতীয় উদ্যানের সদর রেঞ্জ অফিসার আবদুল জলিলসহ বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে বন্য প্রাণি মেছো বাঘের তিনটি বাচ্চা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য: গত তিন মাস পূর্বে টাঙ্গাইল বনবিভাগের কালিহাতী পাহাড়িয়া এলাকায় জনতার হাতে মেছো বাঘের খুব ছোট ৩টি বাচ্চা ধরা পরে। খবর পেয়ে বনবিভাগ বাচ্চা তিনটিকে উদ্ধার করে মধুপুর জাতীয় উদ্যানে নিয়ে আসে, গরুর দুধ খাওয়ানো ও ডাক্তারী চিকিৎসায় লালন পালন করে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ বনে অবমুক্ত করে বনবিভাগ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল