• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীর কৃষকরা ভুট্টা চাষে মুনাফার আশা করছেন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

লাগাতার ধানের দাম কম থাকায় ফসল চাষ করে খরচ না উঠার কারণে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতি গ্রামের কৃষকরা ভুট্টা চাষ করে অধিক লাভের মুখ দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

সরেজমিনে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়ন খিলগাতী মৌজার কৃষক মোঃ সিরাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, একটা সময় আমি ধান চাষ করতাম কিন্তু ফসলের সঠিক দাম না পাওয়াতে মনের কষ্টে ভুট্রা চাষ করার সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, পঞ্চগড় থেকে কিছু লোক আমার এখানে কাজ করার জন্য এসে আমাকে ভুট্রা চাষের ধারনা দেয় পরে। পরে আমি টাঙ্গাইল থেকে নজরুল ইসলামের বীজ ভান্ডার থেকে ভুট্রার বীজ এনে ১৬০ শতাংশ জমিতে তা রোপন করি। মুলত ভুট্রা চাষ করা হয় কার্ত্তিক অগ্রাহায়ন মাসে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বছরে ৩ বার ভুট্টা চাষ করা যায়, ৪ মাস পর পর ফসল ঘরে উঠে। ১০৫ থেকে ১২০দিনের মাথায় মোচার মাথা কেটে দেওয়া হয়। বিঘাতে ৩৫ থেকে ৫০ মন ভুট্টা হয়। ৬০০ টাকা মন দরে পর্যন্ত ভুট্টা বিক্রি করা যায়।

কৃষক মোঃ সিরাজুল ইসলাম জানান, প্রতি বিঘাতে কেজি করে ভুট্রার বীজ রোপন করতে হয়। ভুট্রা চাষ করার জন্য যে মাটি পানি ধরে রাখে অর্থাৎ বেলে মাটি অথবা দোওয়াস মাটি খুব উপযোগি বলে তিনি জানান।

কৃষক মোঃ সিরাজুল ইসলামকে উপজেলা কৃষি অফিসারের কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমাদের এখানে মোস্তফা নামে একজন অফিসার আছে, সে আমাকে ভুট্রার বীজ দিতে দেরী করার কারনে আমি টাঙ্গাইল থেকে কিনে এনেছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল