• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে মুক্তিযোদ্ধা হাসান আলী শিক্ষা বৃত্তি’র পুরস্কার বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

টাঙ্গাইলের ঘাটাইলে ‘মুক্তিযোদ্ধা হাসান আলী শিক্ষা বৃত্তি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

সাবেক অধ্যক্ষ ও হাসান আলী শিক্ষা বৃত্তির আহবায়ক জনাব মোঃ শামছুল আলমের সভাপতিত্বে হাসান আলী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ঘাটাইলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

এতে বিশেষ অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মোঃ ওয়াহিদ শরীফ সিদ্দিকী, দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, পৌর কাউন্সিলর হেকমত আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জিবিজি কলেজের প্রভাষক আনম বজলুর কাদের রতন।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

উল্লেখ্য: ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক, পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাসান আলী (৮০) চলতি বছরের ২১ জুন সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০১৭ সালে হাসান আলী মিয়া নিজের নামে এই শিক্ষা বৃত্তি চালু করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল