• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নির্বাচনে দায়িত্ব পালন করবেন কারা, জানালেন ইসি সচিব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার থাকবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের জন্য বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জন্য ৬৪ জন জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসির বক্তব্যের পর ইসি সচিব ব্রিফিং করেন। সে সময় তিনি এই তথ্য জানান, 

তিনি বলেন, ‘সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বর্তমানে ৪৯৫টি উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও মহানগর এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা এবং যে সব এলাকায় উপজেলাগুলো একাধিক আসনে বিভক্ত, সে সকল আসনে ভিন্ন ভিন্ন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।’

ইসি সচিব বলেন, ‘৪৯৫ জন উপজেলা নির্বাহী অফিসার, ৫৬ জন থানা নির্বাচন অফিসার, স্থানীয় সরকারের (ডিডিএলজি) ১৪ জন উপ-পরিচালক, ৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি করপোরেশনের ১১ জন জোনাল এক্সিকিউটিভ অফিসার, ক্যান্টনমেন্টের ৫ জন এক্সিকিউটিভ অফিসার, ২ জন সহকারী কমিশনার (ভূমি) এবং এক জন সার্কেল অফিসার (উন্নয়ন) সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা নির্বাচন অফিসাররা নির্বাচনের সহায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।’ 

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল