• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এক কোটি মানুষকে দেয়া হচ্ছে টিকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

সারা দেশের এক কোটি মানুষকে আজ করোনার টিকার প্রথম ডোজ দেবে সরকার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে বেলা ৩টা পর্যন্ত। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন।

এদিকে সকাল থেকেই রাজধানীর কেন্দ্রগুলোয় রয়েছে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা জন্য অপেক্ষা করছেন তারা। ১৮ বছর ঊর্ধ্ব যে কেউ স্পট নিবন্ধন করে নিতে পারছে টিকা।

গণটিকাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যাপক প্রচার চালানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের পর থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে টিকার ১ম ডোজ।

তবে যারা বাদ পরবেন তাদের জন্য চলবে সীমিত পরিসরে টিকা কার্যক্রম।

এছাড়া দেয়া হবে দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা।

সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন।

দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তারাও টিকা দেবেন) থাকবে।

এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেয়া হবে। লোকজনকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে গত কয়েক দিন মাইকিং, গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল