• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিকেলের নাস্তায় হয়ে যাক ‘নোনতা বিস্কুট’, দেখুন সহজ রেসিপি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

বিকেলের নাস্তা, মেহমানদারী ইত্যাদি অনেককিছুতেই আমরা বিস্কুট খেয়ে থাকি। আর এই বিস্কুট বেশিরভাগ সময় বাইরে থেকে কিনেই খাওয়া হয়। কিন্তু আমরা জানি না খুব সহজে ঘরে বসেই তৈরি করা যায় নোনতা বিস্কুট। আজকে আমরা আপনাদের দেখাবো যেভাবে ঘরে বসেই তৈরি করবেন নোনতা বিস্কুট। চলুন তাহলে জেনে নেই নোনতা বিস্কুট তৈরির সহজ রেসিপি-
উপকরণ

মাখন- ১ কাপ
কৃত্রিম চিনি- ১৬ প্যাকেট
পানি- ১/২ কাপ
লবণ- ২ চা চামচ
এলাচ গুড়া- ৪ টি
বেকিং পাউডার- ১ চা চামচ
ময়দা- ৩ কাপ
কালজিরা- ১/৪ চা চামচ

প্রণালী
(১) মাখন ও চিনি একসঙ্গে অল্প অল্প করে পানি দিয়ে বিট করতে হবে ।
(২) ঘি ব্যবহার করলে পানি কম দেবেন।
(৩) ভালোভাবে মাখন বিট করলে হালকা হয়ে উঠলে এলাচ গুঁড়া ও কালজিরা মিশিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে মিশান এবং লবণ দিন।
(৪) প্রথমে অর্ধেক ময়দা দিয়ে মাখান তারপরে কিছু কিছু ময়দা দিয়ে মাখতে থাকুন। ময়দার তাল শক্ত হলে হাতের তালু দিয়ে ভালোভাবে মাখুন। ময়দার তাল নরম মনে হলে অল্প ময়দা যোগ করুন। শক্ত হলে দরকার নেই।
(৫) পিড়িতে সামান্য ময়দা ছিটিয়ে ১/২ সে. মি. করে ময়দার তাল বেলে নিন রুটির মতো করে। এরপর গোল ছাঁচ দিয়ে গোল গোল করে দূরে দূরে কাটুন। গোলাকার টিনের নকসা দিয়েও কাটতে পারেন।
(৬) বেকিং ট্রেতে একটা থেকে একটা সামান্য দূরে দূরে সাজিয়ে রাখুন। ওভেনে ২০০° তে ওভেনে ২০ মিনিট বেক করুন।

তৈরি হয়ে গেল নোনতা বিস্কুট। চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করুন এবার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল