• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কথায় কথায় ভ্রু বাঁকায় কেন মানুষ?

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

মানুষের অনেরকম মুদ্রাদোষ আছে। আপনারা দেখে থাকবেন, সে হতে পারে নারী কিংবা পুরুষ। মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ অদ্ভুত অঙ্গভঙ্গি করেন। অন্যরা দেখে চমকে যান। সেগুলোকেই আমরা চলতি কথায় বলে থাকি মুদ্রাদোষ।
কী রকম হয় তা?
হতে পারে কেউ চোখ টেপেন, হতে পারে কেউ নাক বাঁকা করেন, বা কারো চোখ হঠাৎ হঠাৎ বড় হয়ে যায়। কেউ আবার ভুরু নাচায়। কেউ আঙুল মচকায়।

>> এমনই নানারকম মুদ্রাদোষ থাকে মানুষের শরীরে। কিন্তু তা মানুষের নিয়ন্ত্রনে সব সময় থাকে না। অর্থাৎ, মানুষ নিজের নিয়ন্ত্রণে এই কাজগুলো করছেন এমনটা নয়। এটা খানিকটা প্রতিবর্ত ক্রিয়ার মতো কাজ করতে থাকে।

>> শুধু অঙ্গভঙ্গি নয়, অনেকের আবার গলার পরিবর্তন হয়। কেউ বারবার গলা পরিবর্তন করতে চেষ্টা করেন, কেউ গলা থেকে অদ্ভুত শব্দও করেন। সেগুলোও একরকমের মুদ্রাদোষের অংশ।

>> এগুলোকে সহজ ইংরাজিতে ম্যানারিজম বললেও বিজ্ঞানের ভাষায় একে বলে মটোর টিকস। এগুলো মূলত হয় স্নায়ুর সমস্যার জন্য। এক্ষেত্রে অবশ্যই আক্রান্তকে বিশেষ নজরে থাকতে হয়।  কারণ, তার শরীরে এর প্রভাব পড়তে পারে।

>>পরিবারের লোকেদের খবর রাখতে হয়। প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। মানসিক চাপ থেকেও এটির প্রভাব বাড়তে পারে, সেদিকেও খেয়াল রাখা দরকার।

প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল