• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবেলায় ১০ মিলিয়ন ডলার দেবে জাপান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেবে জাপান। এ লক্ষে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে দেশটি। বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠান এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। -খবর বাংলানিউজের।

 

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেবে জাপান। করোনাভাইরাস মোকাবেলায় এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য

 

সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হবে। করোনাভাইরাস প্রতিরোধে জাপান বাংলাদেশকে জরুরীভাবে ১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এরই মধ্যে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল