• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেশে করোনায় আক্রান্ত ৯, সুস্থ ১০

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৭৮৯ জন। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জনেই রয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৬৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এতে আরো বলা হয়, দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২০ লাখ ১৩ হাজার ৪৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল