• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সেবার ইচ্ছায় হজ যাত্রীদের পাশে কুবির বিথী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

ইসলাম ধর্মের অন্যতম অংশ ‘হজ’। প্রতিবছর হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা-মদিনায় পাড়ি জমায় মুসলিমরা। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে এবারো সরকারি-বেসরকারি মাধ্যমে হজে অংশ নিচ্ছেন ১ লাখ ২৭ হাজার মুসলমান। আর তাদের প্রয়োজনীয় সেবা দিতে দেশের হজ ক্যাম্পগুলোতে দায়িত্ব নিয়েছেন রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 
এমনই একজন স্বেচ্ছাসেবক কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার গ্রুপের গার্ল-ইন-সিনিয়র রোভারমেট জাকিয়া সুলতানা বিথী। এবারের হজ যাত্রায় সেবার ব্রততে অংশ নিয়েছেন তিনিও। 

কুবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী ৮ জুন থেকে আগামী সাত দিন হজ যাত্রীদের সেবা দিবেন। 

এ বিষয়ে বিথী বলেন, ‘রোভারের মূল মটো হচ্ছে সেবা। আর একজন মুসলিম হিসেবে হজ যাত্রীদের সেবা প্রদান করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও কুমিল্লা জেলা রোভারকে। 

তিনি আরো জানান, গতবছর হজ ক্যাম্পে সেবা প্রদান করেছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভারমেট রাশেদুল আমীন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ আশা ব্যক্ত করি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল