• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যাবজ্জীবন-জরিমানার বিধান রেখে ওষুধ আইন অনুমোদন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইন, ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া খসড়া আইনে ওষুধ অবৈধভাবে মজুত করে সংকট সৃষ্টি এবং ভেজাল ওষুধ তৈরি করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে কেবল ওষুধই না, প্রসাধনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আইনের নামকরণ করা হয়েছে ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’।

তিনি আরো জানান, মেডিকেল ডিভাইস ব্যবহার করার বিষয়েও নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রসাধনী উৎপাদন, বিতরণ এ আইন দিয়ে নিয়ন্ত্রিত হবে। ওষুধ প্রসাধন অধিদফতর এ কাজ করবে।

মাহবুব হোসেন জানান, এখন থেকে নতুন করে প্রসাধনী উৎপাদন করতে হলে সরকারের অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নতুন ওষুধ আইনে ৩০টি অপরাধ যুক্ত করা হয়েছে। যা আগের আইনে ছিল না।

এছাড়া মন্ত্রিসভা বৈঠকে কপিরাইট আইন, ২০২২ এর অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল