• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভারতের শিক্ষাবৃত্তি পেলো দেশের দুই হাজার মুক্তিযোদ্ধা সন্তান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ জুলাই ২০২০  

বাংলাদেশের প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি দিয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত সরকার।

 

গতকাল সোমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ হাজার ৯২৫ জন শিক্ষার্থীর কাছে ওই বৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। এদিন ভার্চুয়াল আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকায় ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। হাই কমিশন জানিয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানেরা স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিকে ২০ হাজার টাকা করে বৃত্তি পাচ্ছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের কথা জানিয়েছে হাই কমিশন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া এই শিক্ষাবৃত্তি এ পর্যন্ত ১০ হাজার জনকে দিয়েছে ভারত সরকার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল