• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

হবিগঞ্জে কৃষি আর চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।    সচিব বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে চাঁদপুরে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে। এছাড়া হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বৈঠকে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ খসড়া আইনেরও ৫৪টি ধারা রয়েছে।  অন্যদিকে, বৈঠকে ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।  তিনি বলেন, এটি ছিল ১৯৭৮ সালের অর্ডিন্যান্স। যুগোপযোগী করে বাংলায় করা হয়েছে। আগে ৪৩টি ধারা থাকলেও নতুন আইনে ধারার সংখ্যা ৩০টি।  এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল