• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৪২৫ আমদানি পণ্যের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

আগামী ২০২৩-২৪ অর্থবছরে ২৩৪টি আমদানি পণ্যে সম্পূরক (এসডি) ও ১৯১টি আমদানি পণ্যে নিয়ন্ত্রণক শুল্ক (আরডি) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানের সঙ্গে সংগতি রক্ষার জন্য কিছু পণ্যের ট্যারিফ যৌক্তিকীকরণ করতে হবে। এর অন্যতম শর্ত সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক পর্যায়ক্রমে প্রত্যাহার।

প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও ট্যারিফ যৌক্তিকীকরণ সম্পর্কিত উপকমিটির সুপারিশ অনুসারে শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানানো হয়।

শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা আমদানি পণ্যগুলোর মধ্যে রয়েছে– তেলাপিয়া, ক্যাটফিশ, কার্প, ঈল, আলাস্কা পোলাক, রেস ও স্কেট, সিবাসের মতো আমদানি করা মাছ, প্রাণীর মাংস ও চুল, খাদ্যসামগ্রী এবং টি-শার্ট, ফেব্রিক, টাই, ট্রাউজার, স্যুট, জ্যাকেট, কৃত্রিম ফেব্রিক, আন্ডারওয়্যারের মতো পোশাক আইটেম, রাসায়নিক ও প্রসাধনী।

বর্তমানে আমদানির ক্ষেত্রে প্রায় সাত হাজার ধরনের পণ্যের ওপর শুল্ক রয়েছে, যার মধ্যে ১ হাজার ৯২৬টি পণ্যের ওপর সম্পূরক ও নিয়ন্ত্রক শুল্ক রয়েছে। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব সহায়তা করবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল