• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবাজারের ব্যবসায়ীদের এক কোটি টাকা দিল এফবিসিসিআই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে বঙ্গবাজারের ব্যবসায়ীদের কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। মতিঝিলে এফবিসিসিআই এর সভাকক্ষে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাদের কাছে এ চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় জসিম উদ্দিন বলেন, বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, কিছুই অবশিষ্ট ছিল না। সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে এ সংকটে আমাদের পক্ষ থেকে সামান্য হলেও সহযোগিতা করা উচিত। সেজন্য আমরা সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে। এতে তারা ক্ষতি কাটিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বঙ্গবাজারে আধুনিক ভবন নির্মাণে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, আগামী কয়েকদিনের মধ্যে রাজধানীতে বিদ্যমান মার্কেটগুলো পরিদর্শন করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই এর সহসভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, এফবিসিসিআইর পরিচালক, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল