• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৯৯৯ এর ফোন পেয়ে বাল্য বিবাহ বন্ধ করলো বকশীগঞ্জ পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউপি’র ধারার চর গ্রাম থেকে ৯৯৯ এর ফোন পেয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিলো বকশীগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, গত রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে বলে ৯৯৯ এ ফোন পায় বকশীগঞ্জ থানা পুলিশ। ৯৯৯ এ ফোন পেয়েছে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট এর নির্দেশনায় কামালেরবার্তী পুলিশ তদন্ত ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলাম, এ এস আই মির্জা ওয়াসিমসহ পুলিশের একটি দল বিয়ে বাড়ীতে হানা দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে বর যাত্রীসহ কন্যার অভিভাবকরা পালিয়ে যায়। 

কামালেরবার্তী পুলিশ তদন্ত ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলাম জানান, বগারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীর সাথে একই ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে শফিকুল ইসলামের বিয়ের দিন ধার্য করা হয়।

পরে ৯৯৯ এ ফোন দেয় জনৈক এক গ্রামবাসী। ফোন পেয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌছিলে দৌড়ে পালিয়ে যায় উভয় পক্ষ। এতে পণ্ড হয়ে যায় বাল্য বিয়ে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল