আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

বান্দরবানে কেএনএফের দুই সদস্য নিহত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

বান্দরবানে সন্ত্রাসী বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন ৬ নং ওর্য়াড শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। এতে ঘটনাস্থলেই কেএনএফ’র দুই সদস্য নিহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, শ্যারনপাড়া থেকে দুইজনের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল