আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

লালমনিরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

জেলায় আজ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা খাতুন, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিসহ জেলার সব উপজেলা নির্বাহী অফিসারগণ। প্রকল্পের অগ্রগতি উপস্থাপনা করেন- এভিসিবি ৩ প্রকল্পের কুড়িগ্রাম ও লালমনিরহাটের ম্যানেজার মোছা. দৌলতুন নেছা। সমন্বয় সভায় জানানো হয়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)গতবছরের সেপ্টেম্বর থেকে জেলার ৫টি উপজেলাসহ বাংলাদেশের ২১টি জেলার ১৭২টি উপজেলার মোট ১ হাজার ৫৭১টি ইউনিয়নে কার্যক্রম শুরু করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল