• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা, ক্রেতাতের মাঝে স্বস্তি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। গত চারদিন আগেও যা বিক্রি হয়েছিল ১১৫-১২০ টাকায়। চারদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম ২৫ টাকা কমায় ক্রেতাতের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে। আমদানি করায় পেঁয়াজের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। জানা গেছে, একমাস আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকায়। হঠাৎ দাম বেড়ে তা হয় ১২০ টাকা। গ্রামীণ দোকানগুলোতে ১৩০ টাকাও কেজি বিক্রি হয়েছে। মিরসরাই পৌর সদরের মোজাম্মেল স্টোরের মালিক মোজাম্মেল হোসেন বলেন, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা করে। আমরা গত চারদিন ধরে ৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। এর আগে কিছুদিন প্রতি কেজি ১১৫ টাকায় বিক্রি করেছি। পেঁয়াজ কিনতে আসা শফিউল্লাহ বলেন, সরকার পেঁয়াজ আমদানি করার পর দাম কমেছে ২৫ টাকা। আমি জানতে পেরেছি পেঁয়াজের দাম আরো কমবে। মিরসরাই সদরে বাজার করতে আসা মোহাম্মদ রিপন বলেন, আলু-পেঁয়াজের দামে স্বস্তি এসেছে। পেঁয়াজের দাম আরো কমলে ভালো হবে। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সরকার পেঁয়াজ আমদানির পর দাম কমেছে। কোনো ব্যবসায়ি যদি অতিরিক্ত দামে বিক্রি করেন, অভিযান পরিচালনা করে ক্রয়ের রশিদ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল