• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রামেকে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত ঐ তরুণের নাম আজিজুল ইসলাম। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়বিশাকুল গ্রামের বাসিন্দা।

জানা যায়, একসপ্তাহ আগে আজিজুল জ্বরে আক্রান্ত হয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ২৪ সেপ্টেম্বর রামেক হাসপাতালে পাঠানো হয়। এখানে আসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে আইসিইউতে নেয়া হয়। রাতে তিনি মারা যান।

এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ১৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল