• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কুড়িগ্রামে বিএনপির এক কমিটিতেই ৮ বছর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি গঠন করা হয় ২০১৫ সালের ৪ নভেম্বর। এতে ব্যবসায়ী তাসভীর উল ইসলাম সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফুর রহমান রানা। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির মেয়াদ ছিল দুই বছর। তবে আট বছর শেষ হলেও নতুন কমিটি গঠন হয়নি।
দলীয় নেতাকর্মীরা বলেন, কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরে অন্য নেতাকর্মীদের মধ্যেও বিভক্তি তৈরি হয়। এর প্রভাব পড়েছে ওয়ার্ড পর্যায়েও। সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দলীয় কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। এরমধ্যে উপজেলায় বিতর্কিত কমিটি দেওয়ায় দ্বন্দ্ব আরো মাথাচাড়া দিচ্ছে।

সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকসী বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে আট বছর। দুই পক্ষের অন্তর্কলহও চলছে। সাধারণ কর্মীরা দ্রুত নতুন কমিটি চান।

পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, দুটি পক্ষের কারণে প্রকৃত কর্মী-সমর্থকদের কর্মসূচিতে দেখা যায় না।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট শহরের ভেলাকোপা এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সাধারণ সম্পাদক সাইফুর রহমানসহ ১০ জন আহত হন। এরপর থেকে দুই পক্ষ আলাদা কার্যক্রম চালাচ্ছে। এ দ্বন্দ্ব নিরসনে নতুন কমিটি দরকার।

জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দু’বছর পর পর কমিটি হলে দলে বিভাজন থাকতো না। ১৫১ সদস্যের কমিটির বড় অংশ নিষ্ক্রিয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল