• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টেকনাফে সোনার বারসহ রোহিঙ্গা আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চারটি সোনার বারসহ আরাফাত নামে এক রোহিঙ্গাকে আটক করেছেন কোস্ট গার্ড।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ স্থলবন্দর থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা আরাফাত টেকনাফের জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, মিয়ানমার থেকে সোনার একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে, এমন গোপন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান কোস্ট গার্ডের একটি দল। গতিবিধি সন্দেহজনক হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পালানোর চেষ্টার সময় রোহিঙ্গা আরাফাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা। উদ্ধারকৃত সোনার বারসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল