• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

মাদারগঞ্জের সেই কাজ প্রত্যাখান, কার্পেটিং সরিয়ে নিচ্ছে ঠিকাদার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তায় কাজ শেষ না হতেই কাপেটিং উঠে যাওয়ার খবর স্যোসাল মিড়িয়াসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর অবশেষে জামালপুর সড়ক বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজটি বাতিল না করে কাজটি প্রত্যাখান করে আগের কার্পেটিং উঠিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। ২ জুন সকাল থেকে শ্রমিকরা এই রাস্তার বিটুমিনার্স কার্পেটিং কাজগুলো সরিয়ে নিচ্ছে। ঠিকাদার পুনরায় কাজটি করে দিবে বলে সড়ক বিভাগের একটি সূত্র জানিয়েছে।

এর আগে এই কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগ জামালপুরের উপ-সহকারী প্রকৌশলী রুবেল আহম্মেদ জানিয়ে ছিলেন, ওই কাজের ঠিকাদার মল্লিক ট্রেডার্সকে কোন বিল প্রদান করা হয়নি। অফিস যে কোন সময় কাজটি প্রত্যাখান করতে পারে।

উল্লেখ, জামালপুর সড়ক বিভাগের আওতায় মাদারগঞ্জ-সারিয়াকান্দি আঞ্চলিক মহাসড়কে ৪৭ লাখ টাকা ব্যয়ে মেরামতের কাজটি অত্যন্ত নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহার না করে এবং বিটুমিন টেককোর্ট – প্রাইম কোর্ট না করেই কাজটি শেষ করেন। কাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে যায় ও বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল