• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত জরুরি সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

গ্রামের উঠতি বয়সী তরুণ ও যুবকদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পাথালিয়া আকন্দ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত বুধবার মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে অসাবধানতা ও অসর্কতাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ ও ভবিষ্যতে সর্তক থাকার নিমিত্তে মোবাইল ফোনে ফেসবুক ও অন্যান্য ইন্টারনেট অপশন ব্যবহারে বিধি নিষেধ সংক্রান্ত আলোচনা হয়। বক্তারা, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে অসুবিধা। তাছাড়া রয়েছে শাস্তিযোগ্য আইনী বিধি নিষেধ। অতএব, ফেসবুকে যেকোনো পোস্ট, শেয়ার, লাইক ও কমেন্ট করার ব্যাপারে মোবাইল ব্যবহারকারীদের সর্তক থাকার ব্যাপারে আহবান জানান।
সভায় সভাপতিত্বে করেন সাইফুল ইসলাম আলো আকন্দ। উপস্থিত ছিলেন, জামালপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু আকন্দ, রফিকুল ইসলাম শেলী আকন্দ, সাবেক যুবনেতা রফিকুল ইসলাম বাবুল আকন্দ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম আকন্দ, শাহাদাৎ হোসেন আকন্দ, ঈমান আলী রুশনাই আকন্দ, ডাক্তার সুলতান আকন্দ, মনিরুল ইসলাম মনি আকন্দ, শহিদুল ইসলাম সাবান আকন্দ, ছানোয়ার হোসেন ছানু আকন্দ, মনিরুল ইসলাম ইউনুস আকন্দ, নাজমুল ইসলাম রুবেল আকন্দ, সামিউল আলম সোহান আকন্দ, নাজমুল হক সবুজ আকন্দ, সামিউল হক দুখু আকন্দ, লিখন আকন ও তুষার আকন্দসহ আরও অনেকে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল