• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প কর্তৃক ছিনতাইকারী গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

জামালপুরের সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে স্টিলের তৈরী সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার রাত পৌনে দশটায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন জামালপুর টাউন রেলওয়ে জংশন এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ (এক) টি স্টিলের তৈরী সুইচ গিয়ার চাকুসহ ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ কানন (২০), পিতা- মৃত মজিদ মিয়া, সাং-পশ্চিম ফুলবাড়ীয়া জিগাতলা, থানা- জামালপুর সদর, জেলা-জামালপুর এবং উক্ত আসামীর নিকট হতে ০১ (এক) টি স্টিলের তৈরী সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। উল্লেখ্য যে, আসামীর পিসিপিআর যাচাই করে দেখা যায় আসামী মোঃ কানন (২০) এর নামে ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি ও মাদকসহ বিভিন্ন সময়ে অনৈতিক কর্মকান্ড করে আসছিল। 

উক্ত বিষয়ে ধৃত আসামী বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল