আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

কাজিপুরে সাংবাদিক চয়নের এসএসসি জয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

লেখাপড়া করার এক পরর্র্যালয়ে নানা কারণে তা কিছুদিন বন্ধ হয়ে যায়। পরে ভাবলাম জানার জন্যে পড়ালেখার বিকল্প নাই। এই ভাবনা থেকে আবারো পড়ালেখার শুরু। ভর্তি হলাম মুক্তিযোদ্ধা কারিগরি স্কুলে। এবছর এসএসসি পরীক্ষা দিলাম। ইনশাআল্লাহ পাসও করলাম। এখন অনেক ভালো লাগছে। 

কথাগুলো বলছিলেন দৈনিক দেশবাংলার কাজিপুর প্রতিনিধি নাবিউর রহমান চয়ন। সামনের সবগুলো ডিগ্রি নেবার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, নিজের উপর বিশ্বাস আরও বেড়ে গেলো। এখন মনে হয় আমি পারবো। 
সোমবার এসএসসি পরীক্ষায় ঘোষিত ফলাফলে চয়ন জিপিএ-৪.৬৮ পেয়েছেন। এদিকে এই ফলাফলে খুশি চয়নের পরিবারের সদস্যগণ। চয়নের বাবা মোস্তাফিজুর রহমান জানান, ছেলে আমার পড়ালেখা শুরু করছে। আমার ভালো লাগছে। সাংবাদিকতা করতে গেলে তো অনেক জানাশোনার দরকার্। আশা করি সে সামনে পড়ালেখাটা চালিয়ে যাবে।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল