আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৩ ফেব্রæয়ারী) ভোর রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা সীমান্তে এ ঘটনাটি ঘটে। মৃত্যু ফরিদুল একই ইউনিয়নের হরিণধরা গ্রামের মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ফরিদুল একদল গরু ব্যবসায়ীর সাথে আন্তর্জাতিক সীমানা ১০৫৭ মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু আনার সময় কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়ে। এসময় ফরিদুল গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যু হয়। পরে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তার লাশ নিয়ে যায়।

এ ব্যাপারে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার আনছার আলী জানান, সীমান্তে কোন দূর্ঘটনা ঘটেনি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, সীমান্তে ফরিদুল নামের একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। তদন্তের জন্য ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল