আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

জামালপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

জামালপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রেজাউল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, আক্তারুজ্জামান বেলাল প্রমুখ।

এ সময় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তার আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল