আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

সরলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বাঁশখালী প্রবাসী গ্রুপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনার আবদু সমদ মাঝির বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের দুই শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়। এতে তিন বসতঘরের সর্বস্ব পুড়ে নিঃশ্ব হয়ে যায় পরিবারগুলো।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে মানবতার স্বার্থে কাজ করা বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপ সরলে অগ্নিকান্ডের ঘটনায় সন্তান পুড়ে অঙ্গার হওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের  খোঁজ-খবর নেন।সংগঠনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পুড়ে যাওয়া বসত-ভিটা পরিদর্শন করেন। পরে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল, রান্নার সরাঞ্জাম ও খাদ্যসামগ্রী প্রদান করেন। তাদের পাশে প্রয়োজনে সাধ্যের মতো দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। এসময় তারা অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা এড়াতে সচেতন করে সংক্ষিপ্ত বার্তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের পরিচালক সরোয়ার আলম লিটন, পরিচালক রেজাউল করিম তালুকদার, পরিচালক জমির উদ্দিন সিকদার, পরিচালক সাইফুল ইসলাম সিকদার, সাংবাদিক শিব্বির আহমদ রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলার সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহমান সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় সরলের কাহারঘোনা এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘরসহ তার দুই শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় আরো দু'টি পরিবার। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল