আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

বকশীগঞ্জে ইমামের খড়ের স্তূপ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

জামালপুরের বকশীগঞ্জে মঙ্গলবার গভীর রাতে গরুর খাদ্য খড়ের স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সাধুরপাড়া ইউনিয়নের মাঝে পাড়া গ্রামের বাসিন্দা ইমাম ও পল্লী চিকিৎসক নুরুল ইসলাম নুরনবী মোল্লার বাড়িতে এঘটনা ঘটে। 

জানা গেছে, মাঝের পাড়া গ্রামের পল্লী চিকিৎসক ও ইমাম নুরনবী মোল্লার খড়ের স্তূপ (পালা) ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আগুনে পোড়া গন্ধ পেয়ে নুরনবী মোল্লার ভাই নুর আলম বাইরে এসে খড়ের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে না এলে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। 

এবিষয়ে ইমাম নুরনবী মোল্লা জানান, ২০ হাজার টাকার খড় কিনে ও নিজের আবাদের জমির খড় পালা দেওয়া হয়। পূর্ব শত্রæতার জের ধরে কেউ এঘটনা ঘটাতে পারে। তিনি এর বিচার দাবী করেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল