আজকের টাঙ্গাইল
  • সোমবার ১৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলহজ্জ ১৪৪৫

নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৯

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আট মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল বুধবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। নন্দীগ্রাম থানা ও কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অফিসার-ফোর্সদের সমন্বয়ে গঠিত পৃথক পাঁচ টিমের সদস্যরা গত মঙ্গলবার রাতভর অভিযান চালায়। 

বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃতরা হলেন- অর্থদন্ডিত ও সাজাপ্রাপ্ত আসামী উপজেলার আগাপুর গ্রামের আকবর আলীর ছেলে আমজাদ হোসেন (৫৫), পৌর সদরের কলেজপাড়ার হিরেন্দ্র নাথের ছেলে পলক কুমার পুলুক (৩৫), বিশা গ্রামের মৃত কবেজ খাঁ’র ছেলে আবু হানিফ (৪৮), কাথম পশ্চিমপাড়ার মৃত সামাদ আলীর ছেলে আব্দুল বারেক (৩৫), ভদ্রদিঘী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নায়েব আলী (৩০), তেঘরী গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আব্দুর রউফ (৩০), ছোট ডেরাহার গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম (৩০), থালতা মাঝগ্রামের সাহেব আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০), পৌর সদরের তিতুমির রহমানের স্ত্রী শায়েলী বেগম (৪৫)। থানার ওসি আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল